৪১৯জন হজযাত্রী চট্টগ্রাম থেকে প্রথম হজ ফ্লাইটে যাওয়া  গতকাল পবিত্র মদিনায় পৌঁছেছেন। গত সোমবার রাত সাড়ে তিনটা নাগাদ চট্টগ্রাম ছেড়ে যাওয়া প্রথম ফ্লাইটটি গতকাল সকালে মদিনায় পৌঁছে। রাতে ৪১৯জন হজযাত্রীকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

এ সময় বিমানের মহাব্যবস্থাপক (বিপণন) মোহাম্মদ সালাউদ্দিন, মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ, হজ্ব এজেন্সি এসোসিয়েশনের চট্টগ্রাম জোনের চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম, ট্রাভেল এজেন্সিস অব বাংলাদেশের (আটাব) চট্টগ্রামের সভাপতি মোহাম্মদ আবু জাফর প্রমুখ উপস্থিত ছিলেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, চট্টগ্রাম থেকে হজযাত্রী নিয়ে এবার মোট ২০ ফ্লাইট যাবে সৌদি আরব। এরমধ্যে চট্টগ্রাম থেকে জেদ্দা যাবে ১৪টি এবং বাকি ৬টি যাবে চট্টগ্রাম থেকে মদিনা। ২০টি ডেডিকেটেড হজ ফ্লাইট ছাড়াও নরম্যাল ফ্লাইটেও হজযাত্রী পাঠানো হবে বলে বিমানের চট্টগ্রামের ব্যবস্থাপক সজল বড়ুয়া জানিয়েছেন। চট্টগ্রাম থেকে দ্বিতীয় ফ্লাইটটি আগামীকাল ২৫ মে সকাল ১১টায় যাত্রা করবে। চট্টগ্রাম থেকে এবার দশ হাজারের মতো মানুষ পবিত্র হজব্রত পালন করতে সৌদি আরব যাচ্ছেন।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031