দ্রব্যমূল্য বৃদ্ধি এবং পানি বিদ্যুৎ সংকট ও গরমের যন্ত্রণায় নগর বাসি হাহাকার অবস্থায় আছেন।
রহিম মিয়ার সঙ্গে বসে নাম প্রকাশে অনিচ্ছু কয়েকজন বৃদ্ধ ও অর্ধ বয়সী খেটে গাওয়া দিনমজুর মানুষ আলোচনা সমালোচনায় বলছেন। আল্লাহ ছাড়া আমাগো কোন উপায় নাই আমাগো দুঃখের কথা আরে সুনামু কে শুনবে হে আল্লাহ তুমি তাগোর বিচার করো যারা আমাদের টাকা পয়সার লোড কইরা খাইতেছে ধনী আরো ধনী হচ্ছে আমাগো বাছার কোন উপায় নাই ।ছেলেমেয়েরে খাওন দিতে পারতেছি না।চারদিকে নেতারা কয়।আমাগো প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জনগণের জন্য আন্তরিক । আমাগো প্রশ্ন নেতা দের কাছে তাহলে ওনারা কেন? আন্তরিক নয়। সরকার বিরোধী নেতারা কয় এই সরকারকে উৎখাত কর। এই সরকারের সময় শেষ।কোন নেতার মুখে শুনতে পাইনি আসুন এই দেশটা আমাদের আমরা সবাই মিলে ক্ষুধা ও দরিদ্র মুক্ত স্বনির্ভর সচ্ছল বাংলাদেশ গড়ি।শুধু অপরের প্রতিপক্ষ প্রতিযোগিতায় গাড়ি বাড়ি টাকা করি এবং বিদেশে টাকা পাচার করি।আল্লাহ তাদের হেদায়েত করুক।