যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এফ-১৬ ফাইটার জেট দেওয়ার ব্যাপ্যারে মিত্র দেশগুলোকে সায় দিয়েছে । দেশটির এমন বার্তার পরেই কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। আজ শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী অ্যালেকজান্ডার গ্রুসখো বলেছেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে এফ- ১৬ ফাইটার জেট সরবরাহ করলে বিশাল পরিণতির মুখে পড়তে হবে। রাশিয়ার সংবাদসংস্থা তাস এ তথ্য জানিয়েছে
গ্রুসখো বলেন, আমরা দেখছি পশ্চিমা দেশগুলো এখনো পরিস্থিতি উত্তেজনা বৃদ্ধির কাজে লেগে আছে। এটি সরবরাহ করলে তাদের জন্য প্রকাণ্ড ঝুঁকি আছে।
এদিকে এরই মধ্যে জি-৭ সম্মেলনের জন্য জাপানে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি ইতোমধ্যে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা হয়েছে জেলেনস্কির। এর আগে বিবিসির প্রতিবেদনে বলা হয়, সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে জেলেনস্কির বৈঠক হওয়ার কথা আছে।
ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক (বামে), ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (ডানে)
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত এক বছরের বেশি সময় ধরে চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।