আটক করা হয়েছে বান্দরবানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর সোর্স ও খাদ্য রসদ সরবরাহের অভিযোগে এক যুবককে । আটক ব্যক্তির নাম লোঙ্গা খুমী। আজ শুক্রবার (১৯ মে) সকালে তাকে আটক করা হয়।

আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলার রুমা উপজেলার রুমা বাজার থেকে নিরাপত্তা বাহিনীর একটি টহল দল অভিযান চালিয়ে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)র সোর্স ও খাদ্য রসদ সরবরাহের অভিযোগে তাকে আটক করে। আটক লোঙ্গা খুমী রুমা উপজেলার কুলাইনপাড়া গ্রামের বগামুখ এলাকার ঙাচা খুমীর ছেলে।

আটকের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

গোয়েন্দা তথ্যের মতে, লোঙ্গা খুমী ২০০৮ সালে কুকি-চিন ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (কেএনডিও) সহ-সভাপতি হিসেবে নিয়োজিত ছিলেন। পরবর্তীতে তিনি কেএনএফের অ্যাসিস্ট্যান্ট ফরেন সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়ে এখন পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তিনি নাথানের প্রতিবেশী ও ঘনিষ্ঠজন হিসেবে এলাকায় পরিচিত। লোঙ্গা খুমী বম সম্প্রদায়ের মেয়েকে বিয়ে করে নাথান বমের আরও আস্থাভাজন হয়ে ওঠেন। এছাড়াও রুমা উপজেলা বিএনপি’র সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে নিয়োজিত ছিলেন। বিএনপি’র ব্যানারে তিনি ২০১৬ সালে রুমা সদর ইউনিয়নের ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, আটক লোঙ্গা খুমী জেলার রুমা উপজেলার কুলাইনপাড়া গ্রামের বগামুখ এলাকার ঙাচা খুমীর ছেলে। সশস্ত্র সংগঠন কেএনএফ-এর সাথে সম্পৃক্ততার অভিযোগে লোঙা খুমীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে এর আগে থানায় দু’টি মামলা ছিল। সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

গোয়েন্দা সংস্থার তথ্যমতে, আটক ব্যক্তি সাংবাদিকতার আড়ালে মুখোশধারী কেএনএফ-এর অন্যতম সোর্স। তিনি দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর নজরদারিতে ছিলেন। তার সরাসরি সম্পৃক্ততা বিষয়ক কেএনএফ-এর গোপন অফিসিয়াল নথি সম্প্রতি সেনাবাহিনীর হাতে এলে সেই সূত্র ধরে তাকে আটক করা হয়। গোপন নথিতে কেএনএফ-এর শীর্ষ নেতৃত্বের একটি অফিসিয়াল তালিকা রয়েছে। তার মধ্যে লোঙ্গা খুমীর নাম রয়েছে।

মিডিয়া জগতে কেএনএফ-এর হীন পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে তিনি গত প্রায় দুই বছর আগে পত্রিকায় সাংবাদিক হিসেবে যোগ দেন। তিনি দৈনিক মানব জমিন পত্রিকার রুমা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031