আজকে এই দেশের যে অবস্থা, দেশকে রক্ষা করার একটি মাত্র কাজ সামনে আছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন। তা হলো এই লুটেরা সরকারকে বিদায় করতে হবে। এই লুটেরা সরকারের দ্বারা আর কোনো উন্নয়ন সম্ভব না। পেটে ক্ষুধা রেখে দুটো ব্রিজ করলেই উন্নয়ন হয় না।
আজ শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের চাষারা কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির সমন্বয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারের লুটপাটের কারণে দেশের জনগণ অস্থির হয়ে গেছে। লুটপাটের কারণে দেশের জনগণ দারিদ্র্যসীমার নিচে চলে গেছে। পেটে ক্ষুধা নিয়ে দেশের জনগণ দিনযাপন করছে। দ্রব্যমূল্যের ঊর্দ্বগতি নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার।
বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা, নির্বিচারে গ্রেপ্তার, পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্দ্বগতি, লোডশেডিং, আওয়ামী সরকারের সন্ত্রাসী ও দুর্নীতি প্রতিরোধসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে সমাবেশ করে বিএনপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদ।