কেউ কেউ বলেন সরকার বিদায় হলে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিরাপত্তা কে দেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, । আমি তাদের বলব, আমরা তো গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি। আওয়ামী লীগ আমাদের শত্রু নয়। আওয়ামী লীগ সরকারকে বলব, শুধুমাত্র নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনঃস্থাপন করেন। সংসদ বিলুপ্ত করে পদত্যাগ করেন। তাহলে আওয়ামী লীগের নিরাপত্তা দেবেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।’
আজ শুক্রবার কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগর উদ্যোগে অনুষ্ঠিত জনসমাবেশে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কুমিল্লার বহু নেতা আছে, যারা এই জনসমাবেশে নানা কারণে উপস্থিত হতে পারেননি। মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলায় যত নেতাকর্মী আছেন তার মাত্র দশভাগ নেতাকর্মী এই জনসমাবেশে উপস্থিত হয়েছেন। বাকিরা উপস্থিত হতে পারেননি। এ জন্য আওয়ামী লীগ সরকার দায়ী।
তিনি আরও বলেন, ‘বিএনপি নেতাকর্মীদের ধমক দেওয়া, বাড়ি বাড়ি তল্লাশি করা, থানা নেতাদের ডেকে বলে এক মাইক্রোর বেশি সমাবেশে যেতে পারবেন না। প্রশাসনকে বলব, এই দায়িত্ব আপনাকে কে দিয়েছে। এই লুটেরা শেখ হাসিনা সরকারকে আপনারা টিকিয়ে রাখতে পারবেন না।’
কুমিল্লা উত্তর বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর রশিদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় নেতা মোস্তাক মিয়া, সায়েদুল হক সাঈদ, উদবাতুল বারী আবু আক্তারুজ্জামান সরকারসহ আরও অনেকে।