নুরুন্নবী (৪০) নামের এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে । আজ রোববার ভোর ৪টায় উপজেলার কাকারা ইউনিয়নের পাহাড়ি গ্রাম বার আউলিয়া নগরের চামেলি পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত নুরুন্নবী চিরিঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরণদ্বীপ এলাকার বাসিন্দা। এ তথ্য নিশ্চিত করেছেন কাকারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাহাব উদ্দিন।
তিনি বলেন, নিহত নুরুন্নবী কাকারা ইউনিয়নের চামেলি পাড়ায় খামারবাড়ি নির্মাণ ও আমসহ বিভিন্ন গাছের বাগান করেছেন। ঘূর্ণিঝড় মোখা আঘাত হানতে পারে শঙ্কায় আগেভাগেই বাগান থেকে আম পেড়ে নিচ্ছিলেন তিনি। ওই সময় বন্যহাতির আক্রমণে তিনি মারা যান।
তিনি আরও বলেন, নিহত হওয়ার ঘটনায় নলবিলা বনবিট কর্তৃপক্ষ সরেজমিন গিয়েছে। তবে এ ঘটনায় থানায় কোনো জিডি করা হয়নি। জিডি ও বনবিভাগের প্রতিবেদনের ভিত্তিতে বন্যহাতির আক্রমণের শিকার ব্যক্তির পরিবার সরকার থেকে ক্ষতিপূরণ পেয়ে থাকে।
চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাজিব সরকার বলেন, আজ বেলা ৪টায় পর্যন্ত থানায় কেউ লিখিতভাবে বন্যহাতির আক্রমণে নিহতের ঘটনা জানায়নি।
চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জসিমউদ্দিন জানিয়েছে, নুরুন্নবীকে আজ সকাল ১১টায় জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।