সস্তায় ভারতের বাজারে ল্যাপটপ আনলো আরডিপি নামের একটি প্রতিষ্ঠান। ল্যাপটপটির নাম থিন বুক। দেশটির বাজারে এর মূল্য ৯ হাজার ৯৯৯ রুপি। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশি টাকায় এর মূল্য দাঁড়ায় ১১ হাজার ৬৯৫ টাকা।
এই ল্যাপটপটি দিয়ে সব ধরনের কাজ করা যাবে। আরডিপির ল্যাপটপটিতে আছে ১৪.১ ইঞ্চির ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১৩৬৬X৭৬৮ পিক্সেল। এতে আছে ২ জিবি র্যাম, ৩২ জিবি স্টোরেজ৷ ২৫৬ জিবি পর্যন্ত এক্সটারন্যাল স্টোরেজ বারানো যাবে। এই ল্যাপটপটি উইন্ডোজ ১০-এও চলবে৷ একবার চার্জ দিলে ৮ ঘণ্টা কাজ করা যাবে বলে দাবি সংস্থার।
রয়েছে ওয়াইফাই, ইউএসবি-র সুবিধা৷ সঙ্গে দারুণ স্পিকার।