বান্দরবানে শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে । এ সময় আরও ৪ জন আহত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার সুয়ালক এলাকায় ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রামে নেওয়ার পথে আরও এক শিশুর মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এসময় আরও ৪ জন গুরুতর আহত হয়।
নিহতরা হলেন– সাজ্জাদ (২৮) এবং শিশু জুমাইরা (১.৫ বছর)। নিহতরা চট্টগ্রামের কেরানিহাটের বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সিএনজি–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ২ জনের মৃত্যু হয়। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।