কাতালগঞ্জ বড় মসজিদের টিউবওয়েল ওয়াসার পানির তীব্র হাহাকারের মাঝে পুরো এলাকার মানুষের পানির বড় উৎস হয়ে উঠেছে । বহু বছরের প্রাচীন টিউবওয়েলটি থেকে প্রতিদিন শত শত লোক পানি নিয়ে প্রাত্যহিক প্রয়োজন মেটাচ্ছে। কাতালগঞ্জ বড় মসজিদের টিউবওয়েলটি বহু বছরের পুরানো। বারো আউলিয়ার অন্যতম হযরত কাতালপীর শাহ (র.) এর দরগাহকে কেন্দ্র করে গড়ে উঠা বড় মসজিদের সম্মুখস্থ টিউবওয়েল থেকে প্রতিদিন নানা অঞ্চলের মানুষ পানি সংগ্রহ করে। ধারণা করা হয় যে, প্রায় সাতশ বছরের পুরানো একটি কূপে উক্ত টিউবওয়েলটি স্থাপন করা হয়। বেশ কয়েক বছর আগে মসজিদ সম্প্রসারণের সময় টিউবওয়েলটি উক্ত স্থান থেকে সরিয়ে অন্যত্র স্থাপন করা হলে কোনো পানি পাওয়া যায়নি। মসজিদ কমিটি পুনরায় টিউবওয়েলটি আগের জায়গায় স্থাপন করে।
আধ্যাত্মিক সাধক ও ধর্ম প্রচারক হযরত কাতালপীর শাহ (র.) দরগার উক্ত টিউবওয়েলটি বর্তমানে স্থানীয় হাজারো মানুষের বাসা বাড়ির প্রাত্যহিক প্রয়োজনের পানির অন্যতম উৎস হয়ে উঠেছে। প্রতিদিনই অসংখ্য মানুষ এই টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করে নিজেদের বাসা–বাড়ির প্রয়োজন সারছে। তীব্র লবণাক্ততার কারণে স্থানীয় বাসিন্দারা ওয়াসার পানির পরিবর্তে এই টিউবওয়েলের পানি ব্যবহার করছেন বলেও জানিয়েছেন।