চট্টগ্রাম–৮ আসনের উপনির্বাচনে নির্বাচিত নোমান আল মাহমুদ জাতীয় সংসদের সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়েছেন । গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় সংসদ ভবনে নিজ কার্যালয়ে তাকে শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদের চিফ হুইপ নূর–ই–আলম চৌধুরী, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান, সংসদ সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল ও সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম।

উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য নোমান আল মাহমুদ রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

গত ২৭ এপ্রিল চট্টগ্রাম–৮ (বোয়ালখালী–চান্দগাঁও) আসনের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হন নোমান আল মাহমুদ। তিনি পেয়েছেন ৬৭ হাজার ২০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ মোমবাতি প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৮৭ ভোট। ওইদিন রাত ৮টার দিকে নগরের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে নির্বাচন কমিশনের ফলাফল ঘোষণা কক্ষ থেকে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান নোমান আল মাহমুদকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

গত ৫ ফেব্রুয়ারি মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে চট্টগ্রাম–৮ আসনটি শূন্য হয়। এর আগে ২০২০ সালে মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল। সেবার উপনির্বাচনে মোছলেম উদ্দিন আহমদ সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031