নবজাতক ও মাতৃমৃত্যু সবচেয়ে বেশি সাব-সাহারান আফ্রিকা এবং মধ্য ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে
ডব্লিউএইচওর এ প্রতিবেদনে বলা হয়। এ অঞ্চলগুলোতে ৬০ শতাংশেরও কম নারী ডব্লিউএইচও এর প্রস্তাবিত আটটি প্রসবপূর্ব চেকগুলোর মধ্যে চারটির মতো পান।
জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) কারিগরি বিভাগের পরিচালক ডা. জুলিটা ওনাবাঞ্জো বলেছেন, গর্ভাবস্থায় বা প্রসবের সময় যে কোনো নারী বা যুবতীর মৃত্যু তাদের মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। এটি সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা এবং প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার অংশ হিসাবে মানসম্পন্ন যৌন ও প্রজনন স্বাস্থ্য পরিষেবাগুলোতে সুযোগবৃদ্ধির জরুরি প্রয়োজনকেও প্রতিফলিত করে।