পুলিশ চট্টগ্রামের খুলশীর আমবাগান বস্তির একটি ঘর থেকে সহোদর দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে। তাদের নাম কামরুল ইসলাম (৩৫) ও নুরুল আবছার লাকী (৩২)।তবে তাৎক্ষণিকভাবে তাদের মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার রাত আটটার দিকে আমবাগান রেলওয়ে কলোনিসংলগ্ন বস্তির একটি কক্ষ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ওই বস্তির একটি ঘরে দুই যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। এ সময় তাদের মুখে ফেনা ছিল। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।
ময়নাতদন্তের জন্য লাশ দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এলাকার লোকজন জানায়, নিহত দুজনের বাবা লেদু মিয়া রেলওয়েতে চাকরি করেন। কুমিল্লার লাকসাম উপজেলায় তাদের বাড়ি।