ইউক্রেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কার্যালয় ও বাসভবন ক্রেমলিনে ড্রোন হামলা চালিয়েছে । এই দাবি করেছে ক্রেমলিন কর্তৃপক্ষ। রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রিয়া জানিয়েছে, নিরাপদে আছেন পুতিন।
আলজাজিরা জানিয়েছে, মঙ্গলবার রাতে দুটি ড্রোনের মাধ্যমে হামলা চালিয়েছিল ইউক্রেন। ক্রেমলিনের বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম বলছে, ‘পরিকল্পিত সন্ত্রাসী হামলা’র মাধ্যমে পুতিনকে হত্যার চেষ্টা করা হয়েছে।
ক্রেমলিন কর্তৃপক্ষের সূত্র দিয়ে রিয়া জানিয়েছে, হামলার পরও পুতিন নিরাপদে আছেন।