বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে পল্লবীর বিরুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজধানীর পল্লবীতে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এরা হলেন- মোজাম্মেল হোসেন (২৪) ও লক্ষ (২৮)। এ ঘটনায় মিথুন (২০) ও নুর মোহাম্মদ (২০) নামের দুইজন আহত হয়েছেন।
হারুরন অর রশিদ নামের এক ভ্যানচালক ঢাকাটাইমসকে জানান, হতাহতরা ভ্যানগাড়ি নিয়ে আশুলিয়ায় তেল আনতে যাচ্ছিলেন। রাত সাড়ে আটটার দিকে বিরুলিয়া এলাকায় একটি কাভার্ডভ্যান তাদের ভ্যানগাড়িকে ধাক্কা দেয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোজাম্মেল হোসেন (২৪) ও লক্ষকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আরও দুই ব্যক্তি আহত হয়েছেন বলে জানান হারুন অর রশিদ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া ঢাকাটাইমসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।