নগরীর দেওয়ানহাট ব্রিজের নিচে পরিত্যক্ত টায়ারের আগুন লাগার ঘটনা ঘটেছে । শনিবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় দেওয়ান হাট ওভার ব্রিজের নিচে পোস্তার পাড় এলাকার ওই গোডাউনে আগুন লাগে।আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস ৯টি ইউনিট।
আগুনের তীব্রতায় চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের কুণ্ডলী ও কালো ধোঁয়া অনেক উপর উঠে যায়। গোডাউনের আশপাশে ভিড় করেছে উৎসুক জনতা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অগ্নিকাণ্ডের অল্প কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে থাকে। এ সময় বিপুল পরিমাণ কালো ধোয়া দেখা যায় ঘটনাস্থলে। এদিকে আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক বলেন, পুরোনো টায়ারের গোডাউনে আগুন লেগেছে। দুপুর ১২টা ৩৫ মিনিটে খবর পেয়ে ৪টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। আগুনের তীব্রতার কারণে নেভাতে হিমশিম খেতে হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের।