বাবার মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মেয়ে বেবি খাতুনের (৩৫) মৃত্যু হয়েছে মেহেরপুরের গাংনীতে। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে মেহেরপুর কুষ্টিয়া সড়কের জোড়পুকুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত বেবি খাতুন উপজেলার রায়পুর গ্রামের রাহিম উদ্দিনের মেয়ে।
স্থানীয়রা জানান, বেবি খাতুন তার বাবার সঙ্গে মোটরসাইকেলে চড়ে রায়পুর থেকে কাজীপুর যাচ্ছিলেন। তারা জোড়পুকুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের পিছন থেকে বেবী খাতুন রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার এম কে রেজা মৃত ঘোষণা করেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীকালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।