ইসরায়েলি বাহিনী পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের গাজায় বিমান হামলা চালিয়েছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে এ হামলা চালানো হয়। হামলার পর গাজা জুড়ে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলের দিকে অন্তত ৩০টি রকেট ছোড়া হয়। এসব রকেটের মধ্যে ১৫টি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আইরন ডোমের মাধ্যমে ধ্বংস করা হয়েছে। এসব হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মন্ত্রিসভার জরুরি বৈঠক করেন। এরপর এক ভিডিও বার্তায় লেবাননের রকেট হামলার জবাব দেওয়ার ঘোষণা আসার পরপরই হামলা শুরু হয়।
গাজার অন্তত পাঁচটি স্থানকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এগুলো হলো- উত্তর গাজার বেইত হেনোন কৃষি জমি, গাজা শহরের দক্ষিণে দুটি এলাকা, গাজা শহরের কাছে আল-জাইতুন এলাকার পূর্বদিকের কৃষিজমি ও দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বদিকের একটি এলাকা।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ফিলিস্তিনের একটি নিরাপত্তা সূত্র ইঙ্গিত দিয়েছে যে হামাসের প্রশিক্ষণ কেন্দ্রে হামলা করা হয়েছে।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গাজায় হামাসের দুটি সুড়ঙ্গ ও দুটি অস্ত্র কারখানায় হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। প্রথম টানেলটি গাজার উত্তরাঞ্চলীয় শহর বেইত হেনোনের কাছে ছিল। আর দ্বিতীয়টি, দক্ষিণ গাজার খান ইউনিসের কাছে। যেখানে ২০২১ সালে গাজা যুদ্ধের সময় প্রথম আঘাত হানা হয়েছিল। সাম্প্রতিক এই সুড়ঙ্গ পুনর্নির্মাণের চেষ্টা চিহ্নিত করা হয়েছে। তবে, সুড়ঙ্গ দুটি ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করেনি। এছাড়াও, হামাসের দুটি অস্ত্র তৈরির কারখানায় হামলা চালানো হয়।
এর আগে, গত বুধবার পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অভিযান চালায় ইসরায়েলি পুলিশ। অভিযানকালে তারা ফিলিস্তিনি মুসল্লিদের লক্ষ্য করে শব্দবোমা ও রাবার বুলেট ছোড়ে। অভিযানকে কেন্দ্র করে ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনি মুসল্লিদের আবার সংঘর্ষ হয়। খবর: আল জাজিরা