র‌্যাব-১৫ মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদি সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি(আরসা)-এর অস্ত্র সরবরাহের মূল হোতাসহ তিনজনকে আটক করেছে ।

আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের লালব্রিজ এলাকায় সড়কে চেকপোষ্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় উদ্ধার করা হয়েছে তিনটি একনলা বন্দুক, একটি দু’নলা বন্দুক এবং অস্ত্র বিক্রয়ের নগদ এক লাখ ৫ হাজার ৭০০ টাকা।

আটককৃতরা হলেন মোক্তার আহমদ (৫২), আবদুর রহিম (৪০), এনামুল হক (৩৮)। তারা তিনজন কক্সবাজারের মহেশখালী ও চকরিয়ার বাসিন্দা।

এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আগ্নেয়াস্ত্রের ব্যবহার অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। খবর আসে কতিপয় অস্ত্র ব্যবসায়ী কক্সবাজারের মহেশখালী থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরসার সন্ত্রাসী গ্রুপের কাছে অস্ত্র সরবরাহের উদ্দেশে রওয়ানা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা অভিযান শুরু করে।

এক পর্যায়ে একটি সিএনজিচালিত অটোরিকশা চেকপোস্টের সামনে পৌঁছালে র‌্যাব সদস্যরা সংকেত দেন। কতিপয় অস্ত্র ব্যবসায়ী র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে চালকসহ তিনজনকে আটক করা হয়।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031