শিশুটি জ্ঞান হওয়ার আগেই সব হারিয়েছিল । তুরস্কে ভয়ঙ্কর ভূমিকম্পের জেরে পরিবারের থেকে আলাদা হয়ে গিয়েছিল সে। শিশুটি ভূমিকম্পের ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েছিল। ভূমিকম্পের ১২৮ ঘণ্টা পর কোনোক্রমে তাকে উদ্ধার করা সম্ভব হয়েছিল। এই ঘটনাকে ‘মিরাকল’ বলে আখ্যা দিয়েছিলেন সকলেই। ফলে ‘অলৌকিক শিশু’ নামেই খ্যাতি কুড়িয়েছিল।
ভূমিকম্পের ঘটনায় শিশুটি উদ্ধারের পর জানা গিয়েছিল তার মা মারা গেছে। কিন্তু শেষ পর্যন্ত সকলকেই আশ্বস্ত করে সুখবর দিলেন ইউক্রেনের মন্ত্রী আন্তন জেরাশ্চেঙ্কো। সম্প্রতি একটি টুইট করে তিনি জানান, শিশুটির মা বেঁচে রয়েছেন। অন্য একটি হাসপাতালে চিকিৎসা চলছে তার। উদ্ধার হওয়ার পর সেই শিশুর ছবি এবং এখন মায়ের কোলে তার ছবিও পাশাপাশি পোস্ট করেন তিনি।
ভূমিকম্পে অনেকেই তাদের স্বজনদের হারিয়েছেন। আত্মীয় পরিজনদের খুঁজে পেতে সহায়ক হয় ডিএনএ টেস্ট। আর সেই পরীক্ষার ফলেই শিশুটি ফিরে পেয়েছে তার মাকে। ৫৪ দিন একে অপরের থেকে বিচ্ছিন্ন থাকার পর অবশেষে মায়ের কোলেই ফিরে গিয়েছে তার সন্তান।