সাতজন পর্যটক নিহত হয়েছেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমের নাথু লা এলাকায় তুষারধসে । এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জনের বেশি। এছাড়া তুষারের নিচে আরও অনেকে আটকে পড়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
এনডিটিভি বলছে, সিকিমের রাজধানী গ্যাংটকের সঙ্গে নাথু লাকে সংযোগকারী জওহরলাল নেহরু সড়কে স্থানীয় সময় দুপুর সোয়া ১২টার দিকে তুষারধসের এই ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ১৫০ জন পর্যটক ওই এলাকায় ছিলেন।
দেশটির একাধিক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, নিহত সাতজনই পর্যটক এবং অন্তত ৭০ জন তুষারের নিচে আটকে পড়েছেন।
স্থানীয় পুলিশের কর্মকর্তা তেনজিং লোডেন বলেন, হিমালয় অঞ্চলের এই রাজ্যের রাজধানী গ্যাংটকের উপকণ্ঠের চাঙ্গু হ্রদের সড়কে এই দুর্ঘটনা ঘটেছে।