এক বাড়িতে যান যবুক বিয়ে করবেন, তাই পাত্রী দেখতে । সেখানে কনের পাশের বসে ছিলেন হবু শাশুড়ি। তবে কনেকে নয়, হবু শাশুড়িকেই পছন্দ হয় তার। কনের মায়ের পক্ষ থেকেও পান ‘সবুজ সংকেত’। এরপরের ঘটনা নিয়ে রীতিমতো তোলপাড় ওই এলাকায়।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের মালদহে ওই রাতেই যুবক ও কনের মা একসঙ্গে পালিয়ে গেছেন। কনের পরিবারের দাবি, দুজনেই পালিয়ে অন্য রাজ্যে চলে গেছেন। এদিকে, স্ত্রীকে হারিয়ে স্থানীয় পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই নারীর স্বামী।

মালদহের গাজোল থানার করকচ পঞ্চায়েতের ইচাহার গ্রামের বাসিন্দার দাবি, কয়েক দিন থেকেই তার স্ত্রী বাড়ি থেকে উধাও। তিনি তার স্ত্রীকে পেতে অনেক জায়গায় খোঁজ করেছেন, তবে খুঁজে পাননি।

অবশেষে স্ত্রীর নিখোঁজের অভিযোগ নিয়ে আজ সোমবার গাজোল থানায় হাজির হয়েছেন। থানায় অভিযোগপত্র লেখার সময় তার সঙ্গে শুধু স্ত্রীর একটি ছবি ছিল। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তল্লাশি শুরু করা হয়েছে।

ওই নারীর স্বামী বলেন, ‘বাড়িতে বিবাহযোগ্য মেয়ের বিয়ের জন্য বেশ কিছুদিন ধরেই পাত্রের খোঁজ করছি। ২৫ মার্চ বিয়ের প্রস্তাব নিয়ে আমার মেয়েকে দেখতে এসেছিলেন গাজোলের এক যুবক। আমার বাড়িতে বসেই মেয়ের সঙ্গে দেখাশোনাও হয়।’

ওই ঘটনার পরই বাড়ি থেকে স্ত্রী নিখোঁজ হন বলে তিনি দাবি করেন। তিনি বলেন, ‘সেদিন মেয়ের সঙ্গে কথাবার্তা বলে যুবকটি চলে যাওয়ার পরেই আমার স্ত্রী বাজারে যাওয়ার অজুহাতে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি।’

মালদহের পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, ‘গাজোল থানায় স্ত্রী নিখোঁজের অভিযোগ করা হয়েছে। তবে প্রাপ্তবয়স্করা স্বেচ্ছায় ঘর ছাড়লে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ। ওই নারীর স্বামীর অভিযোগের ভিত্তিতে খোঁজ শুরু করেছে পুলিশ।’

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031