তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ আইপিটিভি বা ইউটিউব চ্যানেল সংবাদ প্রচার বন্ধ করতে আগামীকাল মঙ্গলবারের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ।
‘দেশীয় চলচ্চিত্রকে ভালোবাসুন, প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখুন’ এই স্লোগানে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ভিআইপি হলে আয়োজিত জাতীয় চলচ্চিত্র দিবস-২০২৩ এর আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।
তথ্যমন্ত্রী বলেন, সম্প্রচার নীতিমালা অনুযায়ী কোনো আইপিটিভি বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে কেউ সংবাদ পরিবেশন করতে পারে না। কোনো কোনো জায়গায় আইপিটিভির মাধ্যমে এখনো নিয়মিত সংবাদ বুলেটিন পরিবেশন করা হয়। ইউটিউব চ্যানেলের মাধ্যমেও সংবাদ বুলেটিন প্রচার করা হচ্ছে। তাই আজকে বা কালকের মধ্যে আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে বিজ্ঞপি প্রকাশ করা হবে।
হাছান মাহমুদ বলেন, ‘৮০ ও ৯০ এর দশকের মাঝামাঝি পর্যন্ত যে পরিস্থিতি ছিল নানা কারণে সে পরিস্থিতি এখন পরিবর্তন হয়েছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের চলচ্চিত্র এখন ঘুরে দাঁড়িয়েছে। নতুন সিনেমা হলও ধীরে ধীরে চালু হচ্ছে। আমাদের সিনেমা বিদেশেও মুক্তি পাচ্ছে।’
দিনটি উপলক্ষে সকালে জাতির পিতার প্রতিকৃতিতে শিল্পীসমাজের প্রতিনিধিদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তথ্যমন্ত্রী। পরে এফডিসির অভ্যন্তরে অনুষ্ঠিত র্যালি অংশ নেন তিনি।
আরও পড়ুন: শেখ হাসিনার নেতৃত্বে দেশের চলচ্চিত্র ঘুরে দাঁড়িয়েছে: তথ্যমন্ত্রী