গুজরাটের আদালত সোমবার (৩ এপ্রিল) এ আদেশ দেয়া হয়।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মানহানির মামলায় কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে জামিন দিয়েছেন।
একই সঙ্গে আদালত তার দুই বছরের সাজাও স্থগিত করেছেন। এ সাজার বিরুদ্ধে করা আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাজার রায় স্থগিত থাকবে। এই মামলায় পরবর্তী আপিল শুনানি ১৩ এপ্রিল।
২০১৯ সালে কর্ণাটকের কোলারে এক রাজনৈতিক সভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী মোদী পদবী ঘিরে একটি মন্তব্য করেন। সেই মন্তব্যের প্রেক্ষিতে সুরাট কোর্টে পূর্ণেশ মোদী মামলা দায়ের করেন। সেই মামলায় সদ্য রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করা হয়।
সুরাট কোর্টে দোষী সাব্যস্ত হওয়া রাহুল গান্ধীকে ২ বছরের কারাবাস ও ১৫ হাজার টাকার জরিমানা করা হয়। সেই মামলার প্রেক্ষিতে রাহুলের সাংসদপদ খারিজ হয়।
এর আগে, এই ফৌজদারি মানহানি মামলায় রাহুলের এক মাসের জামিনের মেয়াদ দেয় কোর্ট। সেই মেয়াদই আজ বর্ধিত হলো।
সূত্র: হিন্দুস্তান টাইমস