দু’জন নিহত ও একজন আহত হয়েছে মাদারীপুরে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে। রবিবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার বাবনাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজৈর উপজেলার বৌলগ্রামের নুরু মিয়ার ছেলে আবু সাইদ মিয়া (২২) ও নড়াইল জেলার কালিয়া থানার আমজেদ শেখের ছেলে আলম শেখ (৪৫)।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক রুহুল আমিন জানান, রবিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার বাবনাতলা নামক স্থানে ঢাকাগামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও বরিশালগামী একটি কাঁচামাল (বেগুন) বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা তিনজন গুরুতর আহত হয়।
আহতদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় আবু সাইদ মিয়া মারা যায় এবং রাতেই আলম শেখকে ফরিদপুর থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পিকআপ চালক আবু মুছা (২৫) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।