আদালত  চট্টগ্রামে আটক হওয়া নিষিদ্ধ ঘোষিত আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমাণ্ড দিয়েছেন।

বুধবার পুলিশের দশদিনের রিমাণ্ড আবেদনের শুনানি শেষে চট্টগ্রাম মহানগর হাকিম মো.আব্দুল কাদের এই আদেশ দেন বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী।

আনরুল্লাহ বাংলা টিমের তিন সদস্য হলেন- মো.ফরহাদ আহম্মদ রিপন (২৭), মো.ইমরান (২৬) এবং আহম্মদ হোসেন রনি ওরফে রুবেল (২১)।

১৮ আগস্ট রাতে নগরীর ডবলমুরিং থানার পাঠানটুলি এলাকায় নিজ বাড়ি থেকে ফরহাদকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ। এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে কর্ণফুলী থানার শিকলবাহা থেকে ইমরান এবং পটিয়ার ধলঘাট থেকে রনিকে আটক করা হয়।

রনির বাড়ি থেকে নগর গোয়েন্দা পুলিশ একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক আমির মরহুম গোলাম আজমের লেখা ‘দেশবাসীর উদ্দেশ্যে অধ্যাপক গোলাম আজম’, শিবিরের সাংগঠনিক প্রকাশনা ‘ইমাম মাহাদীর শত্রুমিত্র’, জামায়াতি সংগঠন সমাজ বিজ্ঞান গবেষণা কেন্দ্রের ‘একাত্তরের গণহত্যা, আসল নায়ক কে? বঙ্গবন্ধু শেখ মুজিবসহ জিহাদের আহ্বানসম্বলিত ১৩টি বই উদ্ধার করে।

আটকের পর নগরীর ডবলমুরিং থানায় তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের হয়।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031