এক কিশোরী মা হাসপাতালের টয়লেটে সন্তান প্রসবের পর নবজাতককে রেখে পালিয়েছেন নীলফামারীর জলঢাকা উপজেলায় । নবজাতককে হাসপাতালের তত্ত্বাবধানে রাখা হয়েছে। এ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

গতকাল শনিবার বিকেলে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরে প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে আসে ওই কিশোরী, তার বয়স ১৪ বছর। তবে ইমারজেন্সি রুমে কিছু না বলে টয়লেটে চলে যায় সে। একটু পরে সেখানে সন্তান প্রসব হলে লোকজনের ভিড় হয়। একপর্যায়ে পালিয়ে যায় ওই কিশোরী। পরে হাসপাতালের সিনিয়র নার্স ও দায়িত্বরত চিকিৎসকরা শিশুকে উদ্ধার করেন।

জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মেজবাহুর রহমান বলেন, ‘দুপুরে ওই কিশোরী প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে আসে। তবে সে হাসপাতালে ভর্তি না হয়ে টয়লেটে চলে যায়। সেখানে প্রসবের পর নবজাতক রেখে পালিয়েছেন।’

হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসান মো. রেজাউনুল কবীর বলেন, ‘নবজাতক আমাদের তত্ত্বাবধানে আছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।’

Share Now
May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031