পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলার পেছনে আওয়ামী লীগের আভ্যন্তরীণ কোন্দল থাকতে পারে বলে অনেকে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন।

আজ রোববার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আহমদিয়া সম্প্রদায়ের “বার্ষিক জলসা” আনুষ্ঠানিকভাবে উদ্বোধনীকে কেন্দ্র করে আওয়ামী লীগের আভ্যন্তরীণ কোন্দলের কারণে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে বলেও অনেকে মনে করেন। গভীরে গেলে এটা স্পষ্ট, এটা কোনো আকস্মিক বা বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং এটি রাজনৈতিক হীন উদ্দেশ্যপ্রণোদিত ও সুপরিকল্পিত ঘটনা।’

বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত ৮ মার্চ পঞ্চগড়ের আহমদিয়া সম্প্রদায়ের লোকজনের ঘরবাড়িতে হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের তদন্ত দল।

ওই তদন্ত দলে আরও ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সচিব মো. ইসমাইল জবিউল্লাহ এবং দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম।

তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ব্যক্তিবর্গের ওপর হামলা, তাদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও মালামাল লুটপাট, নিরীহ দুই ব্যক্তির নিহত হওয়া, শতাধিক ব্যক্তির আহত হওয়ার ঘটনা ন্যাক্কারজনক, দুঃখজনক ও অমানবিক। সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করতে বিশেষ করে শাসকদলের একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপির ওপর দোষ চাপিয়ে আওয়ামী লীগ তাদের পূর্বের খেলা নতুন করে শুরু করে। বিএনপিকে আতঙ্কের মধ্যে রাখার নীল নকশার অংশ হিসেবে এই ন্যাক্কারজনক হামলা করেছে। পুলিশ এ ঘটনাকে কেন্দ্র করে ইতোমধ্যে ২০টি মামলা দিয়েছে, ১২ হাজারেরও বেশি মানুষকে আসামি করেছে এবং ১৮৭ জনকে গ্রেপ্তার করেছে।’

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031