নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য । আজ শনিবার রাজধানীতে অনুষ্ঠিত মানববন্ধনে বাড্ডায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
খন্দকার মোশাররফ বলেন, ‘আমাদের চলমান আন্দোলন হচ্ছে ১০ দফার আন্দোলন। এই ১০ দফার প্রথম দফা হচ্ছে- ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত এবং আগামী নির্বাচন একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হতে হবে। এ ছাড়া আগামী দিনে দেশে কোনো নির্বাচন হবে না, হতে পারে না।’
তিনি বলেন, ‘শুধুমাত্র আমরা নই, আন্তর্জাতিক বিশ্বও বলছে বিগত দুটি নির্বাচন কোনো নির্বাচন হয়নি। এদেশে গণতন্ত্র নেই। আমরা যেমন চাচ্ছি, জনগণ যেমন চাচ্ছে, আন্তর্জাতিক ও গণতান্ত্রিক সমাজ সকলে চাচ্ছে আগামী দিনে যাতে সকল দলের অংশগ্রহণে অর্থবহ একটি নির্বাচন হয়। জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে বাংলাদেশে আজকের যে সংকট, সেই সংকট থেকে উত্তরণ ঘটিয়ে দেশকে রক্ষা করতে পারবে। তাই আমরা ১০ দফায় প্রথম দাবি রেখেছি এই সরকারের পদত্যাগ। ’
সরকার আপোসে ১০ দফা মেনে নেবে না মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘অতীতে যেমন দেশের মানুষ রাস্তায় নেমে আন্দোলন সংগ্রাম করে গণঅভ্যুত্থান সৃষ্টি করে স্বৈরাচারকে হটিয়েছে, আগামী দিনেও গণঅভ্যুত্থানের বিকল্প নেই, এজন্য জনগণও প্রস্তুত। ’
ড. মোশাররফ হোসেন, ‘১০ দফা দাবি আদায় করে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করব। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে পূর্ণাঙ্গভাবে মুক্ত করব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফিরিয়ে আনব। ’ সেই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ড. মোশাররফ।
সুবাস্তুু টাওয়ারের সামনে আরও বক্তব্য রাখেন- চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, ঢাকা মহানগরের সদস্যসচিব আমিনুল হক, সাবেক কমিশনার শামীম পারভেজ, কেন্দ্রীয় যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকশফিকুল ইসলাম মিল্টন, মহানগর নেতা বজলুর বাছিত আনজু, শামসুল হক প্রমুখ।