স্পেনের রেফারি কমিটির সাবেক ভাইস-প্রেসিডেন্টকে বার্সেলোনার অর্থ দেওয়ার বিষয়টি অবশেষে আদালতে গড়িয়েছে । ইতোমধ্যে স্প্যানিশ প্রসিকিউটররা ম্যাচের ফলাফল প্রভাবিত করার অভিযোগে বার্সা ও ক্লাবটির সাবেক দুই প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করেছেন।
শুক্রবার মামলা করার বিষয়টি নিশ্চিত করে স্পেনের পাবলিক প্রসিকিউটর অফিস। তবে বিচারক মামলাটি গ্রহণ করবেন কি-না, সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি।
হোসে মারিয়া এনরিকেস নেগরেইরা ১৯৯৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত স্পেনের রেফারিদের টেকনিক্যাল কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন। যেখানে অভিযোগ উঠেছে, ২০০১ থেকে ২০১৮ সালের মধ্যে নেগরেইরার কোম্পানি ‘ডিএএসএনআইএল নাইন্টি ফাইভ’-কে বার্সার পক্ষ থেকে ৭৩ লাখ ইউরো দেওয়া হয়েছে।
যদিও গত মাসে শুরুতে খবর বলা হয়েছিল, ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে নেগরেইরার কোম্পানিকে ১৪ লাখ ইউরো দিয়েছে বার্সেলোনা। তবে প্রসিকিউটরদের দাবি, একটি গোপন চুক্তির মাধ্যমে এবং ‘অর্থের বিনিময়ে’ নেগরেইরা বার্সেলোনার ম্যাচে ‘রেফারিদের নেওয়া সিদ্ধান্তের পাশাপাশি ম্যাচের ফলাফলে’ ক্লাবটির পক্ষ নেয়।
এদিকে এ বিষয়ে বার্সেলোনা কোনো মন্তব্য করেনি। তবে অর্থপ্রদানের ঘটনা প্রকাশের পরপর বার্সা এক বিবৃতিতে বলেছিল, অতীতে তারা বাইরের একজন টেকনিক্যাল পরামর্শকের সেবা নিয়েছিল। কোনো অন্যায় সুবিধা নেওয়ার কথা উড়িয়ে দেয় তারা। ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা কদিন আগে বলেন, এই বিষয়ে শিগগিরই তারা বিস্তারিত তুলে ধরবেন।
মামলার অভিযোগ বলা হয়েছে, বার্সেলোনা তাদের সাবেক প্রেসিডেন্ট সান্দ্রো রোসেল ও জোজেপ মারিয়া বার্তোমেউয়ের সহায়তায় নেগরেইরার সঙ্গে একটি ‘গোপনীয় মৌখিক চুক্তি’ করেছিল। কাতালান ক্লাব, রোসেল, বার্তোমেউ, নেগরেইরা ও বার্সেলোনার অন্য দুই সাবেক কর্মকর্তার বিরুদ্ধে খেলায় দুর্নীতি, অন্যায্য প্রশাসন এবং বাণিজ্যিক নথিতে মিথ্যা তথ্যের অভিযোগ আনা হয়েছে।