রিকশাচালক বাবা বায়জিদ পারিবারিক কলহের জের ধরে ২২ মাস বয়সী একমাত্র ছেলে রায়হানকে আছাড় দিয়ে হত্যা করেছেন । আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
এ ঘটনায় পুলিশ বাবা বায়জিদকে আটক করেছে। বায়জিদ কিশোরগঞ্জের তারাইল উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। তার একমাত্র সন্তান ছিল রায়হান। বায়জিদ কাফরুল থানার ইব্রাহিমপুরের একটি টিনসেট বাসায় বাড়া থাকতেন।
কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বলেন, পারিবারিক কলহের জের ধরে আনুমানিক দুপুর সাড়ে ১২টার দিকে শিশু সন্তান রায়হানকে আছাড় দেন বাবা বায়জিদ। তখন রায়হানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষার পর চিকিৎসকেরা রায়হানকে মৃত ঘোষণা করেন। এরপর সেখান থেকে রায়হানকে বাসায় নিয়ে যাওয়া হয়।
তিনি আরও বলেন, খবর পেয়ে বিকেল ৩টার দিকে পুলিশ ইব্রাহিমপুরের ওই ভাড়া বাসায় যায়। সেখান থেকে শিশু রায়হানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
শিশুটির বাবা বায়জিদ মানুসিকভাবে অসুস্থ কিনা তা তদন্তের পর বলা যাবে বলেও জানান তিনি।