বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান উপনির্বাচনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে মিষ্টিমুখ করিয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে বগুড়া-৪ ও ৬ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল নিতে জেলা নির্বাচন অফিসে গেলে তাকে আপ্যায়ন করা হয়।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আজ বিকেলে কেন্দ্রভিত্তিক ফলের শিট নিতে আসেন এই স্বতন্ত্র প্রার্থী। অফিসে এসেই জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসানের কাছে তাকে আপ্যায়ন করতে বলেন। এরপরই তার জন্য আনা হয় মিষ্টি।
সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান, হিরো আলম কিছু খেতে চাইলে আশপাশের দোকান থেকে মিষ্টি এনে মিষ্টিমুখ করানো হয়েছে। এ ছাড়া তাকে ইভিএমের ফলাফলের কপি ও কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের স্বাক্ষর করা ফলাফলের কপি সরবরাহ করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল বুধবার উপনির্বাচনে বগুড়া-৪ আসনে হিরো আলম একতারা প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৫৭১ ভোট। মহাজোটের প্রার্থী একেএম রেজাউল করিম তানসেন মশাল প্রতীকে ২০ হাজার ৪০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এদিকে বগুড়া-৬ আসনে নৌকার প্রার্থী রাগেবুল আহসান রিপু বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন স্বতন্ত্র প্রার্থী আবদুল মান্নান। এ আসনেও হেরেছেন হিরো আলম।