গোলাম ছরওয়ার, বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রামের পটিয়া উপজেলা মধ্য বড়লিয়াতে শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে ‘গাউছিয়া কমিটি বাংলাদেশ মধ্য বড়লিয়া আঞ্চলিক শাখা,।

গত শুক্রবার ( ২৭ জানুয়ারি) বাদ মাগরিব মধ্য বড়লিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এলাকার শীতার্ত দুঃস্থ মানুষের হাতে কম্বল তুলে দেয়া হয় ।

মুহাম্মদ সাইফুদ্দীন চৌধুরী মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গাউসিয়া কমিটি পটিয়া উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী শামীম, বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি পটিয়া উপজেলার সহ-সভাপতি মুহাম্মদ নাছির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন, অর্থ সম্পাদক নূরুল আবসার।

বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক এম এ আক্কাছ নূরীর সঞ্চালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন, গাউসিয়া কমিটি পটিয়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ শাহাদাত হোসেন ফরিদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাউসিয়া কমিটি বড়লিয়া ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম মাস্টার, উপদেস্টা আলী আহমদ, মুরশেদুল আলম চৌধুরী, সিরাজুল ইসলাম চৌধুরী, সোলাইমান, জামাল উদ্দীন চৌধুরী, নূরুল আযীয বাবুল, ওয়াহিদ মুরাদ, মঞ্জুর চৌধুরী , রাসেল, সাইফুল, ইসমাঈল প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। গাউছিয়া কমিটি বাংলাদেশের মত সেচ্ছাসেবী প্রতিষ্ঠানের ন্যায় বিত্তবানদেরও তিনি এগিয়ে আসার আহ্বান জানান।

কমিটির উপদেষ্টা এবং বিশিষ্ট লেখক-কলামিস্ট ও সাংবাদিক এম এ আক্কাছ নূরী বলেন, এলাকার সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে হতদরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন, আমরা সাধ্যমত শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি। এলাকার জনসাধারণ ও বিত্তবানদের সহযোগিতা পেলে এই ধরনের জনহিতৈষী সেবামূলক কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031