নাশকতা পরিকল্পনাকালে ইউনিয়ন জামায়াতের আমীরসহ তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মোলামগাড়ীহাটে এলাকার ন্যাশনাল মডেল স্কুল অ্যান্ড কলেজের কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয় জয়পুরহাটের কালাইয়ে একটি স্কুলের কক্ষে ।
গ্রেপ্তাররা হলেন কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন জামায়াতের আমীর ও চেঁচুরিয়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে আব্দুস সোবহান (৬১)। এ ছাড়া ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পদে থাকা থল গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে আবুল কালাম (৭১) এবং মাত্রাই গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে আব্দুস সোবহান (৪৫)।
advertisement
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে জামায়াত-শিবির নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনার সভা করছিলেন। এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইউনিয়ন জামায়াতের আমীরসহ তিনজনকে গ্রেপ্তার করে। এ সময় জামায়াতের আরও ৬ থেকে ৭ জন নেতাকর্মী পালিয়ে যান। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।