দেশটির বিচার বিভাগের কর্মকর্তারা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ডেলাওয়ারের বাড়িতে ১৩ ঘণ্টার তল্লাশি চালিয়েছে । এই সময় আরও ছয়টি গোপন নথি উদ্ধার করা হয়েছে। জো বাইডেনের একজন আইনজীবী এ তথ্য জানিয়েছেন খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবারে পাওয়া এসব নথির মধ্যে বাইডেন যখন ডেলাওয়ারের সিনেটর ছিলেন ও ওবামা প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখনকার কিছু নথি রয়েছে।
বাইডেনের আইনজীবী বব বাউয়ার বলছেন, হাতে লেখা ব্যক্তিগতভাবে নোট এবং আশপাশের কিছু সামগ্রীও জব্দ করা হয়েছে। তল্লাশির সময় বাড়িতে বাইডেন ও তার স্ত্রী উপস্থিত ছিলেন না।
বাইডেন নিজেই নথিগুলো খুঁজতে প্রস্তাব দিয়েছেন বলে জানান তার আইনজীবী বব বাওয়ার।
এদিকে কিছুদিন আগেও ওই বাড়ির গ্যারেজ থেকে গোপনীয় একটি নথি উদ্ধার হয়েছিল। বাইডেন কোনো আর্কাইভে নথিগুলো জমা দেননি, তা তদন্তে এরই মধ্যে এক স্পেশাল কাউন্সেলকে নিয়োগ দেয়া হয়েছে।