যাত্রীবাহী বাসচাপায় সকিনা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন নোয়াখালীর বেগমগঞ্জে । গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সকিনা বেগম বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাজিরপুর গ্রামের বাসিন্দা।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল সন্ধ্যায় ওই বৃদ্ধা আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। ওই সময় চৌমুহনী-চৌরাস্তা এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, বেপরোয়া গতিতে গাড়ি চালান, ফিটনেস ও লাইসেন্সবিহীন চালক ও যানবাহন, যত্রতত্র গাড়িপার্কিং এবং অবৈধভাবে ফুটপাত দখলের কারণে চৌমুহনী চৌরাস্তা সড়কে বর্তমানে দুর্ঘটনা বেড়ে গেছে। গত এক সপ্তাহে এ সড়কে ৫টি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহতসহ আহত হয়েছেন বেশ কয়েকজন।