পুলিশ অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে মীরসরাইয়ে । আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বাওয়াছড়া সেচ প্রকল্প এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মীরসরাইয়ে থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।
তিনি জানান, ওই ব্যক্তির পরনে সাদা শার্ট, কালো কোট ও কালো প্যান্ট ছিল। তার পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানার চেষ্টা করা হচ্ছে।