ট্রাকের ধাক্কায় প্রিয়া রানী ঋষি (১৫) নামের এক কিশোরী নিহত হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের বাইপাস এলাকায় । গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে মা-বাবার চোখের সামনে মারা যায় সে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শাহাদাত হোসেন।

প্রিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভোলাচং গ্রামে। মা-বাবার সঙ্গে প্রিয়া সীতাকুণ্ড রেলস্টেশন এলাকায় মফিজের বাসায় ভাড়া থাকত।

হাইওয়ে পুলিশের পরিদর্শক শাহাদাত হোসেন বলেন, প্রিয়া উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের জুতা তৈরির কারখানায় মা ও বাবার সঙ্গে শ্রমিকের কাজ করত। গতকাল রাতে কাজ শেষে মা-বাবার সঙ্গে বাড়ি ফিরছিল। পৌর সদরের বাইপাস এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় ঢাকামুখী একটি ট্রাক প্রিয়াকে চাপা দেয়। মা-বাবার চোখের সামনে মারা যায় সে। ট্রাকটি দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে ট্রাকটি জব্দ করে। এ ঘটনায় প্রিয়ার পরিবার কোনো ধরনের মামলা করবে না বলে জানিয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031