ক্রিস্টিয়ানো রোনালদো ইতিহাসের প্রথম ও একমাত্র ফুটবলার হিসেবে পাঁচটি আলাদা বিশ্বকাপে গোল করার বিরল কীর্তি গড়েছেন । সেই ম্যাচেও থ্রিলার জয় তুলে নিয়েছে পর্তুগাল। আফ্রিকান প্রতিনিধি ঘানাকে ৩-২ গোলে হারিয়েছে প্রাক্তন ইউরো চ্যাম্পিয়নরা। ম্যাচের পাঁচটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। আরেকটু ছোট করে বললে শেষ আধ ঘণ্টায়।

গোলের শুরুটা হয়েছিল রোনালদোর সৌজন্যে। স্পট কিক থেকে গোল করে পর্তুগালকে এগিয়ে নেন ‘সিআর সেভেন’। ম্যাচ শেষে রেফারির এই পেনাল্টি সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ঘানার প্রধান কোচ অট্টো অ্যাডো। তার দাবি, পর্তুগালকে পেনাল্টি উপহার দিয়েছেন রেফারি। বেইন স্পোর্টসকে দেওয়া আফ্রিকান কোচের ভাষ্য, ‘রেফারি তাদের (পর্তুগালকে) পেনাল্টি দিয়েছেন। কিন্তু এটা পেনাল্টি ছিল না। সবাই সেটা দেখেছেন।’ অ্যাডোর প্রশ্ন, ‘কেন তাকে পেনাল্টি দেওয়া হয়েছে? কারণ কি এটা নয় যে, তিনি রোনালদো কিংবা অন্যকিছু? সর্বোপরি রেফারি আমাদের অনুকূলে ছিলেন না। আমাদের প্রতি অন্যায় হয়েছে।’

ঘানা কোচের সুর পাওয়া গেল খোদ পর্তুগিজ কিংবদন্তি লুইস ফিগোর কণ্ঠেও। টিভি রিপ্লেতে দেখা যায় ঘানা ডিফেন্ডারের মৃদু ধাক্কায় ডি-বক্সে পড়ে যান রোনালদো। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। প্রতিপক্ষ দল তো আছেই, খোদ পর্তুগিজ কিংবদন্তি ফিগোও বলেছেন, ঘানার প্রতি অন্যায় হয়েছে, ‘একজন পর্তুগিজ হিসেবে রেফারির সিদ্ধান্তে আমি খুশি। আমার দেশের মানুষও। কিন্তু যা দেখেছি, তাতে ওটা পেনাল্টি হয় না।’

যেভাবে রোনালদো পেনাল্টি আদায় করে নিয়েছেন তাতে করে আলাদাভাবেই তার পিঠ চাপড়ে দিয়েছেন ফিগো। তার ভাষায়, ‘আমাকে ক্রিস্টিয়ানোর (রোনালদো) প্রশংসা করতে হবে। পেনাল্টি আদায় করার দক্ষতা ও অভিজ্ঞতা সে কাজে লাগিয়েছে। ফরওয়ার্ডরা এটা (পেনাল্টি আদায়ের চেষ্টা) নিয়মিতই করে থাকেন। এখানে রেফারি ভুল করলে কিছু করার নেই। কাজেই আমি ওর উপস্থিত বুদ্ধির তারিফ করব।’

আলোচিত-সমালোচিত পেনাল্টি গোল নিয়ে প্রশ্ন তুলেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও রোনালদোরই প্রাক্তন ক্লাব সতীর্থ ওয়েন রুনি। তবে সিদ্ধান্তটি সঠিক নাকি ভুল ছিল এ প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করেননি পর্তুগাল কোচ ফার্নান্দোজ সান্টোস। বরং এটাকে রেফারি ও প্রযুক্তি নিয়ন্ত্রণকারীদের ব্যাপার বলে আখ্যা দেন তিনি। সান্টোসের এমন মনোভাবই ইঙ্গিত দিচ্ছে আসলেই পেনাল্টির দাবিদার ছিলেন না তারা।

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার তরফ থেকেওযেভাবে রোনালদো পেনাল্টি আদায় করে নিয়েছেন তাতে প্রশংসা এসেছে । এক বিবৃতিতে পর্তুগাল অধিনায়ককে পুরোপুরি ‘জিনিয়াস’ বলে আখ্যা দেওয়া হয়েছে। নাইজেরিয়ার সাবেক ফুটবলার ওলিশও রোনালদোকে ‘জিনিয়াস’ এবং ‘স্মার্ট’ বলে আখ্যা দিয়েছেন। ‘পর্তুগিজ তারকা তার কাজটাই করেছেন তার মতে,।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031