বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)চুয়াডাঙ্গার জীবননগরে কাভার্ডভ্যান বোঝাই দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করেছে ।
বুধবার সকালে উপজেলার হাসাদাহ এলাকার বপনদিয়া গ্রাম থেকে এসব উদ্ধার করা হয়।
দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ আমির মজিদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সকালে চুয়াডাঙ্গা ৬ বিজিবির একটি টহল দল ওই এলাকায় ফাঁদ পেতে থাকে। ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানকে (ঢাকা মেট্রো ট-২০-০০২৬) তল্লাশি করার জন্য গতিরোধ করা হয়। এসময় ভ্যানচালক ও হেলপার পালিয়ে যায়। পরে ভ্যানটি তল্লাশি করে ২৫টি প্লাস্টিকের খালি ড্রাম এবং গোপন প্রকোষ্টে অভিনব কায়দায় ৫০টি বস্তা পাওয়া যায়। বস্তাগুলোর ভেতরে ২ হাজার ১২৫ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। এসব মালামাল ও যানবাহনের আনুমানিক মূল্য ১ কোটি ৬৬ লাখ ৭৫ হাজার টাকা।
উদ্ধার করা মালামাল ও যানবাহন কাস্টমসে জমা করা হয়েছে বলেও জানান তিনি।