চট্টগ্রাম : বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. কামরুল হুদা সোমবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ভর্তি পরীক্ষা কমিটির সভায় আগামী ২৩ অক্টোবর থেকে শুরু হয়ে ২০১৬ তারিখ হতে ৩১ অক্টোবর ২০১৬ পর্যন্ত ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা আগামী ২৩ অক্টোবর ২০১৬ থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে।
এছাড়া ভর্তি ফরম বিতরণ ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।প্রার্থীরা টেলিটকের মাধ্যমে আবেদন করতে পারবেন।বিস্তারিত তথ্যাদি চ.বি. ওয়েবসাইটে( www.cu.ac.bd )পাওয়া যাবে।