চট্টগ্রাম : র্যাব নগরীর আকবার শাহ থানার লতিফপুর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ত্রিশ হাজার পিস ইয়াবা সহ একমাদক ব্যবসায়ীকে আটক করেছে।
সোমবর(২৩ আগস্ট) বেলা পৌন ১২টার দিকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম মো.মোস্তাফিজুর রহমান(৫৭) । তিনি আকবর শাহ থানার লতিফপুর এলাকার মৃত মুসা মিয়ার ছেলে বলে জানিয়েছেন র্যাব-৭ এর জনসংযোগ কর্মকর্তা চন্দন দেবনাথ ।
তিনি সিটিজি নিউজ ডটকমকে জানান,গোপন সংবাদের ভিত্তিতে একটি বাসায় অভিযান চালিয়ে স্টিলের ক্যাবিনেটের বারের ভিতর বিশেষ কৌশলে এবং বাড়ির বিভিন্ন স্থানে ৩০ হাজার পিস ইয়াবা সহ মোস্তাফিজুর রহমানকে আটক করা হয়।
আসামীর বিরুদ্ধে আকবর শাহ থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান র্যাব কর্মকর্তা চন্দন দেবনাথ।