আগামী ৯ ডিসেম্বর সমাবেশ করার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ । তারা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এ সমাবেশ করবে।
আজ মঙ্গলবার বিষয়টি জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ।
অন্যদিকে, আগামী ৮ ও ৯ ডিসেম্বর বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। ৮ ডিসেম্বর সম্মেলনের উদ্বোধন করবেন ছাত্রলীগের গঠনতান্ত্রিক অভিভাবক, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। গত রোববার ছাত্রলীগের দফতর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা রনির সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। রাজধানীর নয়া পল্টনে দলের প্রধান কার্যালয়ের সামনে তারা এ সমাবেশ করবে। তার প্রস্তুতি হিসেবে চলছে বিভাগীয় গণসমাবেশগুলো। বিএনপির দাবি, তাদের সমাবেশ বাধাগ্রস্থ করতে বিভিন্ন কর্মসূচি দিচ্ছে আওয়ামী লীগ।