চট্টগ্রাম :  বঙ্গবন্ধু যখন ক্ষমতায় ছিল মালয়শিয়া, দক্ষিণ কোরিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে পড়ালেখা করার জন্য শিক্ষার্থীরা এদেশে এসেছিল। তখন প্রবৃদ্ধির হার ছিল ৭.৪ শতাংশ। বঙ্গবন্ধুকে হত্যার পর বন্ধ হওয়া উন্নয়নকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশকে উন্নত দেশে পরিনত করতে কাজ করে যাচ্ছে। ঘাতকরা মনে করেছিল বঙ্গবন্ধুকে হত্যা করে আওয়ামীলীগকে দেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে। তাদের সেই চিন্তা ধারা ভুল প্রমাণিত করে আওয়ামীলীগ আজ দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ অনেক আগেই উন্নত রাষ্ট্রে পরিণত হতো। ১৫ আগস্টের শোককে শক্তিতে পরিণত করে দেশকে সন্ত্রাস ও জঙ্গিমুক্ত দেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। মঙ্গলবার (২৩ আগস্ট) রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলার সদরের ইছাখালী নূরজাহান কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত শোক সভায় বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসক এম. এ সালাম বলেন, বাঙ্গালী, বাংলাদেশ ও বাংলার স্বাধীনতার সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে বঙ্গবন্ধুর নাম। তিনি বাংলার স্বাধীনতার মহান স্তপতি, মুক্তিযুদ্ধের মহা নায়ক। সমকালীন বিশ্বরাজনীতির অদ্বিতীয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ মুজিব একটি নাম শুধু নয়; অহংকারের প্রদীপ্ত একটি ইতিহাস। উপজেলা আওয়ামীলীগ সভাপতি খলিলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদারের সঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগ নেতা স্বজন কুমার তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ্, ভাইস চেয়ারম্যান এডভোকেট রেহেনা আক্তার বেগম, জেলা আওয়ামী লীগ নেতা ও পৌর মেয়র শাহজাহান সিকদার, কামরুল ইসলাম চৌধুরী, আবুল কাশেম চিশতি, ইদ্রিছ আজগর, বেদারুল আলম চৌধুরী বেদার, উত্তরজেলা কৃষকলীগ নেতা শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম চৌধুরী, ওমর ফারুক চৌধুরী, সাদেকুননূর সিকদার, আকতার কামাল, ইকবাল হোসেন, আকতার হোসেন খাঁন, ডা. মো. সেলিম, নিজাম উদ্দিন বাদশা, সিরাজুল করিম সিকদার, পৌরসভা আওয়ামীলীগ নেতা আসলাম খাঁন, ফারুক সিকদার, মো. সেলিম, উপজেলা যুবলীগ সভাপতি আরজু সিকদার, সাধারণ সম্পাদক শেখর বিশ্বাস, ইউপি চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন জাহেদুর রহমান তালুকদার, শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, আব্দুল কাইয়ুম তালুকদার, আহমদ ছৈয়দ তালুকদার, মো. সেলিম, ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন, নূর কুতুবুল আলম, রহিম উদ্দিন চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রিয় কমিটির দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জমির হোসেন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাছির উদ্দিন রিয়াজ, সাধারণ সম্পাদক আবু মনসুর, উত্তরজেলা ছাত্রলীগ নেতা হালিম তালুকদার, উপজেলা ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন, ইউসুফ রাজু, নুরুল আলম, শিমুল গুপ্ত প্রমুখ।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031