আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মেলন। আজ শুক্রবার বিষয়টি জানিয়েছেন আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

এদিকে আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, যুব মহিলা লীগের সম্মেলন ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। আর মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ৯ ডিসেম্বর।

সূত্রটি আরও জানায়, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ ও স্বাধীনতা চিকিৎসা পরিষদের সম্মেলনও শিগগিরই অনুষ্ঠিত হবে

ছাত্রলীগের সবশেষ ২৯তম জাতীয় সম্মেলন ২০১৮ সালের মে মাসে অনুষ্ঠিত হয়। বছরের জুলাইয়ে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানী। পরে তারা বরখাস্ত হলে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য। ২০২০ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে তাদের ‘ভারমুক্ত’ করা হয়।এরপর থেকে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তারা।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031