র‌্যাব গাজীপুর জেএমবির দক্ষিণাঞ্চলের ভারপ্রাপ্ত আমির রাশেদুজ্জামান রোজসহ পাঁচ সদস্যকে আটক করেছে। এসময় দুইটি পিস্তল, ছয় রাউন্ড গুলি এবং তিনটি হাতবোমা এবং বোমা তৈরির সরঞ্জাম ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

মঙ্গলবার গভীর রাতে জেলার টঙ্গী ও হাজীর পুকুর এলাকা থেকে তাদের আটক করা হয়। বুধবার সকাল ৮টার দিকে র‌্যাব-১ এর সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

আটকরা হলেন- ঝিনাইদহের বাসিন্দা ও জেএমবির দক্ষিণাঞ্চলের ভারপ্রাপ্ত আমির ও মহিলাদের প্রশিক্ষক রাশেদুজ্জামান রোজ, চট্টগ্রামের মসজিদের ইমাম ও আহলে হাদিসের সেক্রেটারি আব্দুল হাই, জেএমবির আত্মঘাতী স্কোয়াডের সদস্য শাহাবুদ্দিন, লাইব্রেরির মালিক ফিরোজ আহমেদ ও সাইফুল ইসলাম।

র‌্যাব-১ এর গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ জানান, টঙ্গী থেকে গ্রেপ্তার জেএমবির দক্ষিণাঞ্চলের আমির মাহমুদ হাসানসহ চারজনকে সম্প্রতি টঙ্গী থেকে আটক করা হয়। তাদের প্রাপ্ত তথ্যে র‌্যাব মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীতে অভিযান পরিচালনা করে। এসময় সেখান থেকে তাদের আটক করা হয়। আটক তিনজনের গন্তব্য ছিল গাজীপুরের হাজীর পুকুর এলাকায়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব হাজীর পুকুর এলাকায় একটি লাইব্রেরি ও একটি স্টেশনারি দোকানে অভিযান চালানো হয়। সেখান থেকে দোকানের মালিক ফিরোজ আহমেদ এবং সাইফুলকে আটক করা হয়। দোকান দুটিতে অভিযান চালিয়ে ধর্মীয় বইয়ের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা দুটি পিস্তল, ৬ রাউন্ড গুলি এবং তিনটি হাতবোমা এবং বোমা তৈরির সরঞ্জাম ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

মুফতি মাহমুদ দাবি করেন, জেএমবির দক্ষিণাঞ্চলের ভারপ্রাপ্ত আমির ও মহিলাদের প্রশিক্ষক রাশেদুজ্জামান রোজ দীর্ঘদিন কানাডায় ছিলেন। সেখানে তিনি উচ্চতর ডিগ্রি অর্জন করেন। পরে ২০১২ সালে তিনি দেশে ফিরে জেএমবিতে যোগ দেন এবং দক্ষিণাঞ্চলের ভারপ্রাপ্ত আমির ও নারীদের প্রশিক্ষক হিসেবে কাজ করেন।

আব্দুল হাই কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে একটি মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন।  এছাড়া শাহাবুদ্দিন শোলাকিয়ায় গ্রেপ্তার সফিউলের সঙ্গে আত্মঘাতী প্রশিক্ষণ নেন। ফিরোজ আহমেদ গাজীপুরে একটি পোশাক কারখানায় চাকরি করার পর হাজীর পুকুর এলাকায় লাইব্রেরি দেন। লাইব্রেরি ও স্টেশনারি দোকানের আড়ালে এখানে জেএমবি সদস্যদের আনাগোনা ছিল। এখান থেকেই জঙ্গিদের মোবাইল সিম বিতরণ এবং বিকাশের মাধ্যমে আর্থিক লেনদেন করা হতো।

আটকদের জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031