পোর্তো- রোমাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পেল পোর্তো। মঙ্গলবার রাতে রোমাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে এই কর্তৃত্ব অর্জন করে নেয়।
ঘরের মাঠে খেলার আট মিনিটের মাথায় পিছিয়ে পড়ে রোমা। ফেলিপে অগাস্তো মন্টেইরোর গোলে এগিয়ে যায় পোর্তো। ৩৯তম মিনিটে ড্যানিয়েল ডি রস্সি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা।
বিরতির পর লাল কার্ড দেখে আরও একজন খেলোয়াড় কমে যায় পোর্তোর। ৭৩ মিনিটে মিগুয়েল লেয়ুন গোল করে পোর্তোর জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন। এর দুই মিনিট পর জেসাস কোরেয়ার গোলে স্কোর লাইন ৩-০ করে পোর্তো।