ধানমন্ডি শাখার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীরা ৪ ঘণ্টা অবরোধের পর সড়ক ছেড়েছেন । অবরোধ প্রত্যাহারের পর বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সোয়া ৪টায় অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।
এর আগে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ধানমন্ডি শাখার শিক্ষার্থী ও অভিভাবকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। আজ দুপুর ১২টা থেকে ধানমন্ডির অরচার্ড পয়েন্টের সামনে পাঁচ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।