আজ ৩৪ তম ওরস্‌ শরিফ  ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়ার উজ্জ্বল নক্ষত্র শাহানশাহ্‌ হযরত মাওলানা শাহ্‌ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর  মাইজভাণ্ডার শরিফ দরবার-ই গাউসুল আযম মাইজভাণ্ডারীর গাউসিয়া হক মন্‌জিলে উদযাপিত হবে। ওরশের কর্মসূচির মধ্যে রয়েছে-আজ বাদ ফজর রওজা শরিফ গোসল ও গিলাফ চড়ানোর মাধ্যমে ওরশ শরিফের আনুষ্ঠানিকতা শুরু হবে। রাত দশটায় কেন্দ্রীয় আলোচনা ও মিলাদ মাহ্‌ফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে আখেরি মোনাজাত পরিচালনা করবেন গাউসুল আযম মাইজভাণ্ডারী’র প্র-প্রপৌত্র, গাউসিয়া হক মন্‌জিলের সাজ্জাদানশীন আল্লামা শাহ্‌সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)। ওরশ শরিফ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এন্তেজামিয়া কমিটি সকল প্রস্তুতি গ্রহণ করেছে।
এ উপলক্ষে গত ৬ সেপ্টেম্বর উপজেলা প্রশাসনের সাথে প্রশাসনিক সমন্বয় সভা উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির রাহ্‌মান সানির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ওরস শরিফ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা, দেশ-বিদেশ হতে আগত আশেক-ভক্ত ও জায়েরীনদের সুবিধার্থে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ মোতায়েনসহ মন্‌জিলের স্বেচ্ছাসেবক নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়।
ওরশ শরিফ উপলক্ষে গাউসিয়া হক মন্‌জিল প্রতিষ্ঠিত শাহানশাহ্‌ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের গৃহীত ৮ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিবসে ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়ার খলিফাগণের পবিত্র আওলাদদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়। আজ ইসলামের ইতিহাস এবং ঐতিহ্য সম্বলিত দুর্লভ চিত্র ও ভিডিও প্রদর্শনী, উপদেশমূলক, দিক-নির্দেশনা সম্বলিত প্রচার, নগরের মুরাদপুর হতে দরবার শরিফ গেইট পর্যন্ত বিটিআরটিসির দিনব্যাপী বাস সার্ভিস, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, অস্থায়ী টয়লেটের ব্যবস্থা এবং আগামীকাল বুধবার ভোর ৬টায় হযরত কেবলার রওজা শরিফ মাঠ হতে শান-ই আহমদিয়া গেইট পর্যন্ত পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালনের মাধ্যমে ওরশ শরীফ শেষ হবে। প্রেস বিজ্ঞপ্তি।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031