পুলিশ চুয়াডাঙ্গা থেকে পাচার হওয়া দুই মেয়েকে ঢাকা থেকে উদ্ধার করেছে। মঙ্গলবার দুপুরে সাভারের ওভারব্রিজের কাছ থেকে তাদের উদ্ধার করা হয়। এসময় পাচারে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তারও করে পুলিশ।
মঙ্গলাবার রাতে দামুড়হুদা মডেল থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন।
গ্রেপ্তাররা হলেন- দামুড়হুদা উপজেলার লাবনী বেগম ওরফে আয়েশা ওরফে আলেয়া, কুড়–লগাছি গ্রামের রানা ও দর্শনা মামুন।
পুলিশ জানায়, প্রেমের ফাঁদে ফেলে গত ১৭ জুলাই দর্শনা হঠাৎপাড়া এলাকা থেকে দুই কিশোরীকে পাচার করে নিয়ে যায় একই এলাকার রানা ও মামুন নামে দুই যুবক। পরে তাদেরকে লাবনী নামে অপর এক পাচারকারীর কাছে বিক্রি করে দেয়া হয়। সেখানে তাদের পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, সেখানে টানা একমাস রাখার পর ওই দুই কিশোরীকে ঢাকার সাভারে আরেকটি পতিতাপল্লীতে বিক্রি করে দেয়া হয়। সেখান থেকে সোমবার রাতে কৌশলে পালিয়ে যায় ওই দুই কিশোরী। পরে পুলিশ ওই দুই কিশোরীর পরিবারের কাছ থেকে খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার একটি দল সাভার থেকে তাদের উদ্ধার করে। উদ্ধারের পর তাদের স্বীকারোক্তিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় দামুড়হুদা থানায় নারী ও শিশুপাচার আইনে একটি মামলা করা হয়েছে।